Angry Bear Chases Tiger: বাঘের দিকে তেড়ে যাচ্ছে রাগী ভাল্লুক (ভাইরাল ভিডিও)
ওই জঙ্গলের প্রধান বাসিন্দা বাঘ, আর সেই বাঘের দিকেই তেড়ে গেছে রাগী ভাল্লুক (Angry Bear Chases Tiger)। এমন ভিডিও তো ভাইরাল হবে। কমেন্ট বক্সও উপচে পড়েছে।
যে জঙ্গলে বাঘ থাকে, সেখানে অন্যান্য বন্যপ্রাণীরা বেশ সভয়ে বসবাস করে। কেজানে কখন হামলা হতে পারে অতর্কিতে, যেতে পারে পৈতৃক প্রাণ। কিন্তু বনে থেকে বাঘের উপরে হামলা করছে অন্য বন্যপ্রাণ, এমন ঘটনা কেউ শুনেছে, চোখে দেখেছে, ভাবাই যায় না। তবে এমন অভিনব দৃশ্যের সাক্ষী থাকল মহারাষ্ট্রের তাডোবা ব্যঘ্র সংরক্ষণ কেন্দ্র। ওই জঙ্গলের প্রধান বাসিন্দা বাঘ, আর সেই বাঘের দিকেই তেড়ে গেছে রাগী ভাল্লুক (Angry Bear Chases Tiger)। এমন ভিডিও তো ভাইরাল হবে। কমেন্ট বক্সও উপচে পড়েছে।
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)