Viral Video: প্রাণ হাতে নিয়ে চলন্ত ট্রেনে ঝুলে স্টান্ট, ভাইরাল তরুণ
কোথায় রেল পুলিশ? প্রশাসনের চোখ এড়িয়ে এই ধরনের ঘটনা কীভাবে ঘটছে? ভাইরাল ভিডিয়োর কমেন্টে প্রশ্ন তুলেছেন কেউ-কেউ।
প্রাণের ভয় নেই! চলন্ত ট্রেনে ঝুলছেন তরুণ। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে। যাতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের (Mumbai) সেওরি স্টেশনে (Sewri Station) চলন্ত ট্রেনের (Train) রড ধরে ঝুলে স্টান্ট করছেন এক তরুণ। যা দেখে রীতিমতো আতঙ্কিত নেটিজেনরা। কোথায় রেল পুলিশ? প্রশাসনের চোখ এড়িয়ে এই ধরনের ঘটনা কীভাবে ঘটছে? ভাইরাল ভিডিয়োর কমেন্টে প্রশ্ন তুলেছেন কেউ-কেউ।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো