Viral Video: মেয়ের এক বছরের জন্মদিনে রোলস-রয়েস গাড়ি উপহার দিলেন শিল্পপতি বাবা, 'সুপার ড্যাডি'র কাণ্ড দেখে হতবাক নেটবাসী

সদ্য আটলান্টিসে মেয়ের এক বছরে জন্মদিন উপলক্ষ্যে বিশাল আয়োজন করেছিলেন সতীশ। সেই অনুষ্ঠানে বলিউডের কিছু তারকা আরও জমজমাট করেছে। তমান্না ভাটিয়া, রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, নোরা ফতেহির জমকালো উপস্থিতি ছিল ইসাবেলার প্রথম জন্মদিনের পার্টিতে।

Indian Businessman In Dubai Gifts Custom Made Rolls-Royce To His Daughter (Photo Credits: Instagram)

মেয়ের এক বছরের জন্মদিনে রোলস-রয়েস গাড়ি উপহার দিলেন শিল্পপতি বাবা। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। দুবাইতে বসবাসকারী ভারতীয় ব্যবসায়ী সতীশ সানপাল। একরত্তি মেয়ে ইসাবেলাকে বিশ্বের অন্যতম বিলাসবহুল সংস্থা রোলস-রয়েসের গাড়ি উপহার দিলেন তিনি। ভারতীয় ব্যবসায়ী সতীশকে 'সুপার ড্যাডি' বলে সম্বোধন করছে নেটবাসী। সদ্য আটলান্টিসে মেয়ের এক বছরে জন্মদিন উপলক্ষ্যে বিশাল আয়োজন করেছিলেন সতীশ। সেই অনুষ্ঠানে বলিউডের কিছু তারকা আরও জমজমাট করেছে। তমান্না ভাটিয়া, রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, নোরা ফতেহির জমকালো উপস্থিতি ছিল ইসাবেলার প্রথম জন্মদিনের পার্টিতে। এরপরেই কাস্টম-মেড গোলাপী রোলস-রয়েস গাড়িটি মেয়েকে উপহার দেন সতীশ।

এক বছরের মেয়ের জন্মদিনের উপহার কাস্টম-মেড গোলাপী রোলস-রয়েস

 

View this post on Instagram

 

A post shared by Lovin Dubai | لوڤن دبي (@lovindubai)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement