Are You Peeing Wrong? পুরুষরা সোজা দাঁড়িয়ে কেন প্রস্রাব করেন না? Viral Video কী বলল দেখুন

Toilet (Photo Credit: File Photo)

পুরুষরা (Men) কেন সোজা দাঁড়িয়ে মূত্রত্যাগ (Pee)করেন না? এমনই একটি প্রশ্ন তুলে ভাইরাল হয় ভিডিয়ো। যে ভিডিয়োর ভয়েস ওভারে স্পষ্টভাবে বোঝানো হয়, কেন শৌচাগারে গিয়ে ছেলেরা সোজা হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন না। যে ভিডিয়োটি (Viral Video) ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, তা বহু মানুষের নজর কেড়ে নেয়। কেন ছেলেরা সোজা হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারেন, সে বিষয়ে বেশ খানিকটা লম্বা ব্যাখ্যা দেওয়া হয় সেখানে। ছেলেরা যদি সোজা হয়ে দাঁড়িয়ে মূত্রত্যাগ করেন, তাহলে তা কীভাবে চারপাশে ছড়িয়ে পড়বে এবং বাথরুমে রাখা জিনিসপত্র নোংরা এবং অপরিষ্কার হবে, তার ব্যাখ্যা দেওয়া হয় ওই ভিডিয়োতে। সেই সঙ্গে প্রস্রাবের সঙ্গে যত ভাইরাস এবং ব্যাকটেরিয়া বেরিয়ে আসবে, তা থেকে প্রত্যেকের শরীরে সংক্রমণ দেখা দিতে পারে। সেই কারণে ছেলেরা প্রস্রাবের সময় সোজা হয়ে দাঁড়িয়ে করতে পারেন না কোনও সময়ে।

দেখুন ওই ভাইরাল ভিডিয়োতে আর কী কী বলা হল...