Two Women In Delhi Metro Fight Over Seat: বসার জায়গা নিয়ে দুই মহিলা যাত্রীর বচসা তুঙ্গে, ভাইরাল দিল্লি মেট্রোর ভিডিও
এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো দিল্লি মেট্রোয়। ২৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা আরেক মহিলাকে সরে বসতে বলছেন কারণ ওই মহিলা অনেক জায়গা নিয়ে বসে আছেন (Two Women In Delhi Metro Fight Over Seat)। এ যেনো সেই "নেহি জাগা হ্যায়, বহত জাগা হ্যায়" ভিডিওটির মহিলা ভার্সন।
সেই দুজন বয়স্ক ভদ্রলোককে মনে আছে? বাসে বসে একজন আরেকজনকে একটু সরে যেতে বলছিলেন এবং অপরজন বলছিলেন জায়গা নেই। "নেহি জাগা হ্যায়, বহত জাগা হ্যায়" এই ভিডিওটি খুবই ভাইরাল হয়েছিলো। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো দিল্লি মেট্রোয়। ২৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা আরেক মহিলাকে সরে বসতে বলছেন কারণ ওই মহিলা অনেক জায়গা নিয়ে বসে আছেন (Two Women In Delhi Metro Fight Over Seat)। এ যেনো সেই "নেহি জাগা হ্যায়, বহত জাগা হ্যায়" ভিডিওটির মহিলা ভার্সন।
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)