Manike Mage Hithe: ‘মানিকে মাগে হিতে’-র বঙ্গানুবাদ যেন প্রেমের উদযাপন, শুনেছেন নাকি?

জনপ্রিয় সিংহলি ট্র্যাক “মানিকে মাগে হিতে” (Manike Mage Hithe) তরুণী শিল্পী ইওহানি ডি সিলভা ও সাতিশান৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গানটি৷ শুধুমাত্র YouTube-গানটির ভিউ ৭০ মিলিয়ন৷

Yohani De Silva (Photo Credit: Yohani/Instagram)

জনপ্রিয় সিংহলি ট্র্যাক মানিকে মাগে হিতে” (Manike Mage Hithe) তরুণী শিল্পী ইওহানি ডি সিলভা ও সাতিশান৷  সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গানটি৷ শুধুমাত্র YouTube-গানটির ভিউ ৭০ মিলিয়ন৷ মানিকে মাগে হিতে-র ইংরেজি অর্থ  “Baby My Heart৷   আপনি যদি পুরো গানটি ইংরেজি অর্থ জানতে চান, তাহলে সাবটাইটেল সমেত গানটিকে আর একবার দেখে নিন৷

আর গোটা গানটির বঙ্গানুবাদ হল____ “প্রিয় আমার জান, সমস্ত  আবেগই তোমায় ঘিরে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে৷ তোমার দেহ সৌষ্ঠব দেখে আমি চোখ ফেরাতে পারি না৷ আমি অভিভূত৷  তুমি আমার হৃদয়ের কাছাকাছি৷ যেন মনে হয় কতকালের চেনা৷ হে দেবী, আমার মন আনন্দে উদ্বেল৷ তুমিই প্রিয়তমা৷ বিষয়টি জটিল কোরো না৷ আমার লুকিয়ে রাখা হৃদয়কে তুমি খুঁজে নিয়েছো৷ আমার প্রেম শুধু তোমার জন্যই বরাদ্দ, তৃষিত হৃদয়কে আর অপেক্ষায় রেখো না৷ গোটা গ্রামেই কেবল  তোমায় শোনা যায়, তাইতো আমার হৃদয় তোমাতে বাঁধা পড়েছে৷ যেদিন আমাদের চোখে চোখে কথা হল, সেদিন নিজেকে ধরে রাখতে পারিনি৷  মেয়ে ও মেয়ে, আমার হৃদয় প্রেমের আগুনে ছাড়খার, আরও কাছে এসো৷ আমন্ত্রণ পেয়ে তোমার আকর্ষণ আমায় পাগল করেছে৷ আমি ভ্রমর হয়ে মধু খুঁজে ফিরছি৷ চারপাশের সবাইকে ভুলে শুধু আমাতেই মিশে যাও৷           

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now