Assam Earthquake Viral Video: ভূমিকম্পে দুলছে বেড, প্রাণের ঝুঁকি নিয়ে সদ্যজাতদের বুকে আগলে রাখলেন দুই নার্স, ভাইরাল ভিডিয়ো
রবিবার সন্ধ্যায় ভূমিকম্প চলাকালীন হাসপাতালের একটি রুমে ছিলেন দুই নার্স।
নয়াদিল্লিঃ রবিবার সন্ধ্যায় ভূমিকম্পে (Earthquake)কেঁপে ওঠে অসম(Assam)। কম্পন অনুভূত হয় উত্তরপূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও। আতঙ্ক ছড়ায় মানুষজনের মধ্যে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভূমিকম্পের সময়ের একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, দুই সদ্যজাতকে বুকে আগলে বসে দুই নার্স। জানা গিয়েছে, ভিডিয়োটি আদিত্য নার্সিংহোমের। গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় ভূমিকম্প চলাকালীন হাসপাতালের একটি রুমে ছিলেন দুই নার্স। কম্পন শুরু হতে আতঙ্কিত হলেও সদ্যজাতকে ফেলে প্রাণের জন্য পালায়নি তাঁরা। উল্টে বেডের কাছে ছুটে এসে শিশু দুটিকে তুলে বুকে আগলে রাখেন দুই নার্স। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই দুই নার্সকে ভালবাসায় ভরাচ্ছেন নেটিজেনরা। উল্লেখ্য, রবিবার বিকেল ৪.৪১ নাগাদ কম্পন অনুভূত হয় অসমে। ভূমিকম্পের উতসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে দুলছে বেড, প্রাণের ঝুঁকি নিয়ে সদ্যজাতদের বুকে আগলে রাখলেন দুই নার্স, ভাইরাল ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)