Giant Python Slithers Over BJP MLA’s House Door: বিজেপি নেতার দরজায় বিশালাকৃতি পাইথন, দেখুন হাড়হিম করা ভিডিও
বিজেপি নেতার ঘরে ঢুকে পড়ল পাইথন। ঘটনাস্থল উত্তরপ্রদেশের কানপুর। এবার খোদ বিলহাউরের বিজেপি বিধায়ক রাহুল বাচ্চা সোনকরের ঘরের দরজায় দেখা গেল বিশাল আকৃতির এক পাইথনকে।
বিজেপি নেতার ঘরে ঢুকে পড়ল পাইথন। ঘটনাস্থল উত্তরপ্রদেশের কানপুর। এবার খোদ বিলহাউরের বিজেপি বিধায়ক রাহুল বাচ্চা সোনকরের ঘরের দরজায় দেখা গেল বিশাল আকৃতির এক পাইথনকে। (Giant Python Slithers Over BJP MLA’s House Door) ভাইরাল হয়েছে ভিডিও। ৮ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পাইথন রাহুল বাচ্চা সোনকরের দরজা বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। এই ঘটনার সময় বিধায়কের বাড়িতে সাধারণ জনতার জমায়েত হয়েছিল তাদের সমস্যা শোনার জন্য! তখনই দেখা যায় পাইথনটিকে। সাপটি দেখার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ বন দপ্তরকে খবর দেওয়া হয়।
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)