Most Followed Indian on Instagram 2022: ২০২২ এ ইনস্টাগ্রাম ফলোয়ারের জনপ্রিয়তায় এই ১০ ভারতীয়

ব্যাটে অনেকদিন হল রান নেই। ক্রিজেও তেমনভাবে টিকে থাকতে পারছেন না। তীরপরেও জনপ্রিয়তার নিরিখে সতীর্থদের পিছনে ফেলে দিলেন বিরাট বয় কোহলি। ফোটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে (Most Followed Indian on Instagram) ফলোয়ার সংখ্যা ২০০।

ব্যাটে অনেকদিন হল রান নেই। ক্রিজেও তেমনভাবে টিকে থাকতে পারছেন না। তীরপরেও জনপ্রিয়তার নিরিখে সতীর্থদের পিছনে ফেলে দিলেন বিরাট বয় কোহলি। ফোটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে  (Most Followed Indian on Instagram) ফলোয়ার সংখ্যা ২০০। এমন জনপ্রিয়তা পেয়ে নেটিজেনদের ধন্যবাদ দিতে ভোলেননি। বিরাটের পর জনপ্রিয়তার নিরিখে প্রিয়ঙ্কা চোপড়ার অবস্থানও ঈর্ষাজনক। রয়েছেন নরেন্দ্র মোদিও।

এঁরা হলেন বিরাট কোহলি, প্রিয়ঙ্কা চোপড়ার, শ্রদ্ধা কাপুর,  নেহা কক্কড়, নরেন্দ্র মোদি, দীপিকা পাদুকোন,  আলিয়া ভাট, ক্যাটরিনা কাঈফ, অক্ষয় কুমার জ্যাকলিন ফার্নাণ্ডেজ ।

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)