Heatwave: তীব্র দাবদাহে হাতিদের স্বস্তি দিয়ে বসানো হল বিশেষ মেশিন, তাপমাত্রা কমল ৫ ডিগ্রি, দেখুন ভিডিয়ো

এই তীব্র দাবদাহে জঙ্গলের পশুপ্রাণীদের হালও বেশ খারাপ হয়ে পড়েছে। এই কথা মাথায় রেখে তামিলনাড়ুর ত্রিচি-তে হাতিদের পুনর্বাসন কেন্দ্রে বিশেষ ধরনের ফগ মেশিন বসানো হল।

Elephant (Photo Credit: ANI)

উত্তর ভারতের মতই দক্ষিণ ভারতের তামিলনাড়ুতেও অস্বাভাবিক গরম পড়েছে। তাপমাত্রা কোথাও কোথাও ৪৩ ডিগ্রিও ছাড়িয়েছে। এই তীব্র দাবদাহে জঙ্গলের পশুপ্রাণীদের হালও বেশ খারাপ হয়ে পড়েছে। এই কথা মাথায় রেখে তামিলনাড়ুর ত্রিচি-তে হাতিদের পুনর্বাসন কেন্দ্রে বিশেষ ধরনের ফগ মেশিন বসানো হল।

দুপুর হলেই এই মেশিন চালু করা হচ্ছে। সেই মেশিন দিয়ে ক্রমাগত জল ধরে চলেছে। এতে এই জায়গায় তাপমাত্রা অন্তত ৩-৫ ডিগ্রি সেলসিয়াস কমছে। হাতিরা স্বস্তি পাচ্ছে। গতবার গরমে ত্রিচি-র পুনর্বাসন কেন্দ্রে হাতি অসুস্থ হয়ে পড়েছিল।

দেখুন ভিডিয়ো