Tiger Video: রাতের অন্ধকারে মৃত্যুর থাবা? জ্বলজ্বলে চোখে রাস্তা পার করছে বিশালাকার বাঘ, দেখুন ভিডিয়ো
প্রকাশ্যে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে বাঘ। রাতের অন্ধকারে কার্যত জ্বলজ্বলে চোখে দক্ষিণরায়কে (Tiger) জাতীয় সড়ক পার করতে দেখে ভয় পেয়ে যান অনেকে। যার মধ্যে থেকে এক মোটরবাইক আরোহী সেই ভিডিয়ো করেন। যেখানে রাস্তার উপর দিয়ে বাঘকে হেঁটে যেতে দেখা যায়। তেলাঙ্গানার হায়দরাবাদ (Hyderabad) সংলগ্ন ৪৪ নম্বর জাতীয় সড়কে এবার এমনই দৃশ্য চোখে পড়ে। যেখানে রাস্তার উপর দিয়ে বাঘ চলাচল করতে দেখা যায়। নির্মল এবং আদিলাবাদ সীমান্ত দিয়ে বাঘটিকে রাস্তা পার করতে দেখার সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তে। কুন্তলা এবং সারাঙ্গাপুর মন্ডলের মাঝে যে জঙ্গল রয়েছে, সেখান থেকে ওই বাঘটি বেরিয়ে রাস্তা পারাপার করছিল বলে অনুমান বন দফতরের। মোটরবাইক আরোহীর ভিডিয়ো হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে ভাইরাল হলে বন দফতরের তরফে একটি বার্তা দেওয়া হয়। কেউ যাতে বন্য পশুদের কোনও ক্ষতি না করেন, সে বিষয়ে জানানো হয় আর্জি।
দেখুন কীভাবে রাতের অন্ধকারে রাস্তা পার করছে বাঘ...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)