Shark Swallows Camera: ৩৬০ডিগ্রির ক্যামেরা গিলে ফেলল হাঙড়! (ভাইরাল ভিডিও)
এবার ক্যামেরায় কামড় বসাল হাঙড় (Shark Swallows Camera)। যে সে হাঙড় নয়, টাইগার শার্ক। কনজারভেশনিস্ট জিমি দ্য কিড- এর ৩৬০ ডিগ্রি ক্যামেরা দেখামাত্রই তাতে দাঁত বসিয়ে গেয় হাঙড়।
এবার ক্যামেরায় কামড় বসাল হাঙড় (Shark Swallows Camera)। যে সে হাঙড় নয়, টাইগার শার্ক। কনজারভেশনিস্ট জিমি দ্য কিড- এর ৩৬০ ডিগ্রি ক্যামেরা দেখামাত্রই তাতে দাঁত বসিয়ে গেয় হাঙড়। বহুবার গিয়ে ফেলার চেষ্টা করেও বুঝে যায় এ মহা গুরুপাক খাদ্য, সহজে হজম হওয়ার নয়। তাই টাইগার শার্কের মুখ ঘুরেও বহাল তবিয়তে রয়েছে সেই ক্যামেরা। বরং হাঙড়ের মুখমন্ডলের অন্দরের ছবি তাতে ধরা পড়েছে। নিজের জীবন বিপন্ন করেই টাইগার শার্কের মুখে ক্যামেরা ধরেছিলেন জিমি দ্য কিড। এহেন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)