Tenant Forces Elderly Couple To Live On Stairs: মেয়াদ শেষ হলেও ফ্ল্যাট ছাড়েনি ভাড়াটে, বাধ্য হয়ে সপ্তাহভর সিঁড়িতেই থাকলেন প্রৌঢ় দম্পতি
ভাড়াটিয়ার সঙ্গে বৈধ চুক্তি ছিল, সময়মতো বাড়ি ছেড়ে দিতে হবে। তবে মেয়াদ শেষ হলেও ভাড়াটিয়া ফ্ল্যাট ছাড়ল না। উল্টে প্রৌঢ় দম্পতিকে নিজেদের ফ্ল্যাটের সিঁড়িতেই থাকতে হল (Tenant Forces Elderly Couple To Live On StairsTenant Forces Elderly Couple To Live On Stairs) এক সপ্তাহেরও বেশি সময়।
ভাড়াটিয়ার সঙ্গে বৈধ চুক্তি ছিল, সময়মতো বাড়ি ছেড়ে দিতে হবে। তবে মেয়াদ শেষ হলেও ভাড়াটে ফ্ল্যাট ছাড়ল না। উল্টে প্রৌঢ় দম্পতিকে নিজেদের ফ্ল্যাটের সিঁড়িতেই থাকতে হল (Tenant Forces Elderly Couple To Live On StairsTenant Forces Elderly Couple To Live On Stairs) এক সপ্তাহেরও বেশি সময়। ফ্ল্যাটের মালিকানা রয়েছে প্রৌঢ়া রাখী গুপ্তার নামে। তাঁড় ভাড়াটেও মহিলা। মেয়াদ শেষ হলেও তিনি বাড়ি ছাড়তে রাজি ছিলেন না। বাধ্য হয়েই নিজেদের বাড়ির সিঁড়িতে রাতের পর রাত কাটাতে হয়েছে ওই দম্পতিকে। তারপর আবাসনের অন্যান্য বাসিন্দাদের বিষয়টি জানান ওই দম্পতি। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি বদলায়। আজ ২৯ জুলাই ওওই ভাড়াটিয়া ফ্ল্যাট ছেড়ে উঠে যাওয়ায় নিজের ঘরে ফিরতে পেরেছেন গুপ্তা দম্পতি। তারপরেই টুইটারে প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, যাঁরা তাঁকে এই বিপদে সহযোগিতা করেছেন। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার এক আবাসনে
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)