Kili Paul Jumps on 'Kala Chashma': ‘কালা চশমা’র ট্রেন্ডে পা মিলিয়ে কোমর দোলাতে লাফিয়ে পড়লেন কিলি পল, দেখুন ভিডিও
তানজানিয়ার কিলি পল (Kili Paul ) ও নিমি পল তাদের হিন্দিতে গান ডাবিং- এর জন্য বিখ্যাত।
তানজানিয়ার কিলি পল (Kili Paul ) ও নিমি পল তাদের হিন্দিতে গান ডাবিং- এর জন্য বিখ্যাত। কাঁচা বাদাম, শ্রীভল্লি থেকে শুরু করে প্রচুর ভারতীয় গানে তাঁরা ঠোঁট মিলিয়েছেন ও নেচেছেন। সম্প্রতি "কালা চশমা" গানের ট্রেন্ডে নেচে ভাইরাল হয়েছেন কিলি পল। খুবই সুন্দর ভাবে লয়ের সঙ্গে নেচেছেন তিনি। ট্রেন্ড অনুযায়ী প্রথমে তিনি ইচ্ছে করে পড়ে যান এবং তারপরেই শুরু করেন নাচতে। ভিডিওতে তাঁর বোন নিমি পলও তাল মিলিয়ে নাচছেন।
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)