Snake In Train: গরীবরথে সাপের সওয়ারি, চক্ষু চড়কগাছ দূরপাল্লার যাত্রীদের, ছড়াল আতঙ্ক

ট্রেনের কামরায় সাপের উপস্থিতি জানতে পারা মাত্রই যাত্রীদের অন্য একটি কামারায় নিয়ে যাওয়া হয়। এরপর G17 চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হয়।

Snake In Train (Photo Credits: X)

দিন কয়েক আগে ঋষিকেশের যোগনগরী স্টেশনে চড়ে বেরাচ্ছিল মস্ত সাপ। সেই দৃশ্য দেখে তো চক্ষু চড়কগাছ হয়েছিল ট্রেনের জন্যে অপেক্ষা করা প্ল্যাটফর্মের যাত্রীদের। এবার প্ল্যাটফর্ম থেকে সোজা ট্রেনে উঠে পড়ল সাপ (Snake)। দূরপাল্লার ট্রেনের কামরায় সাপ দেখে আতঙ্কে কাঁটা যাত্রীরা। মধ্যপ্রদেশের জবলপুর থেকে মুম্বইগামী গরীবরথ এক্সপ্রেসের G17 কামরায় সাপ দেখে হইচই কাণ্ড বেঁধে যায় যাত্রীদের মধ্যে। কামরার উপরের আসনের ধারে থাকা লোহার রড ধরে বাইছিল সাপটি। ট্রেনের কামরার সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, ট্রেনের কামরায় সাপের উপস্থিতি জানতে পারা মাত্রই যাত্রীদের অন্য একটি কামারায় নিয়ে যাওয়া হয়। এরপর G17 চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হয়। পরে সাপটিকে উদ্ধার করা হয় ট্রেনের কামরা থেকে।

আরও পড়ুনঃ ঋষিকেশের প্ল্যাটফর্মে বাইছে মস্ত সাপ, আতঙ্কে কাঁটা যাত্রীরা

ট্রেনের মধ্যে সাপ... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now