Shocking Video: রাস্তায় মহিলাকে ঠেলে নিয়ে গেল ষাঁড়, এরপর গুঁতনো শুরু করল মত্ত পশু, ভয়াবহ ভিডিয়ো

Shocking Video: রাস্তায় মহিলাকে ঠেলে নিয়ে গেল ষাঁড়, এরপর গুঁতনো শুরু করল মত্ত পশু, ভয়াবহ ভিডিয়ো
Stray Animal Attacks Woman (Photo Credit: X/Screengrab)

এবার ফের মহিলাকে (Woman) দেখে তেড়ে হামলা চালাল ষাঁড় (Stray Animal)। দিল্লিতে (Delhi) প্রকাশ্য রাস্তায় বহু মানুষের মাঝে এক মহিলাকে দেখে তেড়ে আসে পথ চলতি একটি ষাঁড়। পথ চলতি ওই ষাঁড়টি এরপর গুঁতো দেয় মহিলাকে। এরপর তাঁকে একটি বাড়ির দেওয়ালের দিকে ঠেলে নিয়ে যায়। মহিলা ভয় পেয়ে চিৎকার শুরু করেন। কিন্তু ষাঁড়টিকে কোনওভাবে তিনি নিজের কাছ থেকে সরাতে পারেননি। মহিলার চিৎকার আশপাশের লোকজন ছুটে যায়। প্রায় মত্ত ষাঁড়ের হাত থেকে মহিলাকে রক্ষা করার চেষ্টা করেন প্রত্যেক। লাঠিসোটা নিয়ে ষাঁড়টির দিকে তেড়ে যান, তাকে তাড়াতে শুরু করেন সেকানকার মানুষ। তাতেও ষাঁড়টি বাধা মানেনি। উলটে যাঁরা তাকে তাড়াতে যান, তাঁদের উপর উলটে হামলার চেষ্টা চালায় ষাঁড়টি। কোনওক্রমে এরপর স্থানীয়রা একযোগে ওই ষাঁড়টিকে মহিলার কাছ থেকে সরিয়ে দেন। এরপর ওই মহিলাকে অর্ধচৈতেন অবস্থায় সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Video: ব্যাট দিয়ে বেদম মার ঠাকুমাকে, নাতির নির্মমতা দেখে শিউরে উঠল মানুষ, দেখুন ভিডিয়ো

পথ চলতি মহিলার উপর হামলা ষাঁড়ের, দেখুন ভিডিয়ো....

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)