Bodybuilder Gets Trapped Video: ফাঁদে পড়লেন বডিবিল্ডার, ১৬৫ কেজির বারবেলের নীচে আটকাল গলা, দেখুন
বডিবিল্ডার (Bodybuilder) যখন ১৬৫ কেজির বারবেল (Barbell) ধরতে যান, সেই সময় তাঁর হাত সরে যায়। ফলে ১৬৫ কেজির বিপুল ওজনের বারবেল কার্যত তাঁর গলায় পড়ে। এক মহিলাকে তিনি নিয়ে এসেছিলেন (স্ত্রী বলে অনুমান), তিনিও কোনওভাবে ওই বারবেল বডিবিল্ডারের গলা থেকে সরাতে পারছিলেন না। অবশেষে অতি কষ্টে বডিবিল্ডারের গলা থেকে ১৬৫ কেজির বারবেল সরানো হয়। জিম বন্ধ থাকায় সেখানে অন্য কেউ ছিলেন না। ফলে ওই মহিলাকেই যে করে হোক, বারবেল সরাতে হয় স্বামীর গলা থেকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে। জিম ছুটি থাকায়, প্রশিক্ষক না থাকায়, কীভাবে ওই বডিবিল্ডার স্ত্রীকে নিয়ে ওই জিমে হাজির হন এবং বারবেল তুলতে যান, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো, যেখানে বারবেলের নীচে আটকে পড়েন বডিবিল্ডার...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)