Brave RPF Officer Saves Woman From Crushing Under Train: নামতে গিয়ে চলন্ত এক্সপ্রেসের তলায় মহিলা, টেনে তুললেন আরপিএফ কর্মী (দেখুন ভিডিও)
স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এক্সপ্রেস ট্রেন। এমন সময় নামার কথে মনে এল। হুড়োহুড়ি করে এক মহিলা নেমে পড়লেও পরের জন নামার আগে ট্রেনের গতি বেড়েছে। সেই অবস্থায় হুড়মুড়িয়ে নামতে গিয়ে প্রায় ট্রেনের তলায় যেতে যেতে প্রাণে বাঁচলেন এক মহিলা।
স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এক্সপ্রেস ট্রেন। এমন সময় নামার কথে মনে এল। হুড়োহুড়ি করে এক মহিলা নেমে পড়লেও পরের জন নামার আগে ট্রেনের গতি বেড়েছে। সেই অবস্থায় হুড়মুড়িয়ে নামতে গিয়ে প্রায় ট্রেনের তলায় যেতে যেতে প্রাণে বাঁচলেন এক মহিলা। সৌজন্য কর্তব্যরত আরপিএফ-এর (RPF)) সাবইন্সপেক্টর বাবলু কুমার। ওই মহিলা যখন চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়েছেন। তখন তাঁকে বাঁচাতে চারদিক থেকে লোকজন ছুটে আসছে। এমনকী, সেই তালিকায় চলন্ত ট্রেন থেকে নেমে পড়া এক যাত্রীও ছিলেন।
দেখুন ভিডিও
তবে সঠিক সময়ে মহিলাকে বিপদ থেকে উদ্ধার করে প্ল্যাটফর্মের মাঝে যিনি নিয়ে এলেন তিনি বাবুল কুমার। পুরুলিয়া স্টেশনেই কর্মরত ছিলেন তিনি। পুরুলিয়া স্টেশনে (Purulia Station) এমন রোমহর্ষক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় রেলের সিসিটিভি ফুটেজেই (CCTV footage) ঘটনাটি ধরা পড়েছে। আদ্রা ডিভিশনে আরপিএফ-এর যে টুইটার হ্যান্ডল রয়েছে, সেখানেই ভিজিওটি পোস্ট করা হয়েছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)