Viral Video: চলন্ত ট্রেনে কাটা পড়ার সময় যাত্রীর প্রাণ বাঁচালেন RPF কনস্টেবল, দেখুন মানবিকতার ভিডিয়ো
চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতে গিয়ে ট্রেনের চাকার তলায় পড়ে যাচ্ছিলেন এক যাত্রী। বিষয়টি দেখতে পেয়ে অবিশ্বাস্য তৎপরতায় তাঁর প্রাণ বাঁচালেন রেলওয়ে সুরক্ষা বলের এক কনস্টেবল।
নাসিক: চলন্ত ট্রেন (Moving train) থেকে প্ল্যাটফর্মে নামতে গিয়ে ট্রেনের চাকার তলায় পড়ে যাচ্ছিলেন এক যাত্রী (passenger)। বিষয়টি দেখতে পেয়ে অবিশ্বাস্য তৎপরতায় তাঁর প্রাণ বাঁচালেন রেলওয়ে সুরক্ষা বলের (RPF) এক কনস্টেবল (constable)। মানবিকতার জ্বলন্ত নিদর্শনের এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) নাসিক (Nashik) স্টেশনে।
ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক যাত্রী চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চাকার তলায় চলে যাচ্ছিলেন। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে আরপিএফের এক কনস্টেবল অবিশ্বাস্য তৎপরতায় ওই যাত্রীকে ট্রেনের চাকার তলায় ঢুকে যাওয়ার আগেই টেনে ধরে প্ল্যাটফর্মে তোলেন। ভিডিয়োটি দেখার পর আরপিএফ জওয়ানের মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।