Ping Chayada Thai massage: থাই ম্যাসাজ নিয়ে শরীরে অসম্ভব ব্যথায় মারা গেলেন তারকা পপ গায়িকা
থাই ম্যাসেজের কারণেই তাইল্যান্ডের জনপ্রিয় পপ তারকা গায়িকা পিং ছায়াদা-র মৃত্য়ু হল বলে অভিযোগ। ২০ বছরে বয়সী পপ গায়িকা পিং গলা ও ঘাড়ে ব্যথার জন্য থাই ম্যাসেজ নিয়েছিলেন।
Pop Singer Ping Chayada dies after Thai massage: থাই ম্য়াসেজের জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়েই বাড়ছে। তাইল্যান্ড থেকে শুরু হওয়া থাই ম্যাসেজের মাধ্যমে শারীরিক স্বস্তি ও মানসিক শান্তি আসে বলে অনেক দেশেই থাই ম্য়াসেজ প্রক্রিয়া জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু এই এই বিষয়ে ২২ হাজার ফলোয়ার থাকা তার নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে পপ গায়িকা পিং জানিয়েছিলেন, সম্প্রতি তিনি এক সেন্টারে গিয়ে থাই ম্য়াসেজ নিয়েছিলেন, কিন্তু তারপর থেকেই গোটা গায়ে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে প্যারালাইসিস ও স্পেটেকমিয়ার পর তার মৃত্য়ু হয়। মৃত্যুর আগে তাইল্যান্ডের এই পপ গায়িকা লিখেছিলেন, নতুন এক ব্যক্তির কাছে থাই ম্যাসেজ নেওয়ার পর তার আঙুলে মাঝেমাঝে ইলেকট্রিক শকের লাগার মত যন্ত্রণা হচ্ছে।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)