Bulldozer: মেয়ের বিয়েতে জামাইকে বুলডোজার উপহার দিল শ্বশুর, ভাইরাল ছবি দেখে হাসির রোল নেটদুনিয়ায়

প্রতিটি বাবারই স্বপ্ন থাকে মেয়ের বিয়েতে স্মরণীয় কিছু করার। এমন কোনও জিনিস উপহার দেওয়ার। যা মনে থাকে চিরদিন। তবে মেয়ের বাবার ইচ্ছাপূরণ করতে গিয়ে অনেক সময় বরকে যে হাসির খোরাক হতে হয় তা মনে হয় ভাবেন না কেউই।

বিয়েতে দেওয়া বুলডোজার (Tushar Srivastava/ Twitter page)

হামিরপুর: প্রতিটি বাবারই (Father) স্বপ্ন (Dream) থাকে মেয়ের বিয়েতে স্মরণীয় (grand affair) কিছু করার। এমন কোনও জিনিস উপহার (Wedding Gift) দেওয়ার। যা মনে থাকে চিরদিন। তবে মেয়ের বাবার ইচ্ছাপূরণ করতে গিয়ে অনেক সময় বরকে (Groom) যে হাসির খোরাক হতে হয় তা মনে হয় ভাবেন না কেউই। এবার সেইরকমই একটি ঘটনা ঘটল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হামিরপুরে (Hamirpur)। রাজ্যের মুখ্যমন্ত্রীর মতোই বুলডোজার যে শ্বশুরমশাইয়ের প্রিয় তা মনে হয় ভাবতে পারেননি জামাইও। আর তারই খেসারত তাঁকে দিতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হাসির খোরাক হয়ে। আরও পড়ুন: Ghaziabad Shocker: কুকুরের বাচ্ছাকে ইচ্ছা করে পিষে দিল গাড়ি, দেখুন অমানবিকতার ভিডিয়ো

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের হামিরপুর জেলার বাসিন্দা যোগেন্দ্রকে বিয়েতে একটি বুলডোজার উপহার দেওয়া হয়েছে কনের বাড়ি থেকে। আর বিয়েবাড়ির সামনে দাঁড় করানো বেলুন (Ballons) ও ফুলের মালা (garlands) দিয়ে সাজানো (decorated) ওই বুলডোজারের (Bulldozer) ছবি সোশ্যাল মিডিয়াতে (social media) ভাইরাল (viral) হতেই হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now