Elephant: লাইন ভেঙে চলে যাওয়া বাচ্ছা হাতিদের নিয়ম শেখাচ্ছে সিনিয়র! দেখুন মজার ভিডিয়ো

২৩ সেকেন্ডে ওই ভিডিয়োতে দেখে যাচ্ছে একদল হাতি (elephants) জঙ্গলের রাস্তা দিয়ে লাইন করে যাচ্ছে। প্রথম বড়রা আর তারপর ছোট হাতির পাল রয়েছে সেই পশুদের মিছিলে।

(Photo Credits: Supriya Sahu/ Twitter)

নয়াদিল্লি: শৃঙ্খলাপরায়ণতা (discipline) শিখতে গেলে পশুদেরই অনুসরণ (Follow) করতে হয়। অভিজ্ঞদের এই কথার প্রমাণ পাওয়া গেল ফের। সুশান্ত নন্দা (Susanta Nanda) নামে এক বন আধিকারিকের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিয়ো (video) থেকে সেই উদাহরণও পাওয়া গেল। ভিডিয়োটি ভাইরাল (viral) হতেই মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।

২৩ সেকেন্ডে ওই ভিডিয়োতে দেখে যাচ্ছে একদল হাতি (elephants) জঙ্গলের রাস্তা দিয়ে লাইন করে যাচ্ছে। প্রথম বড়রা আর তারপর ছোট হাতির পাল রয়েছে সেই পশুদের মিছিলে। হঠাৎ দলের দলপতির নজরে পড়ল পিছন দিক থেকে দুটি বাচ্ছা হাতি লাইনে ভেঙে পাশে সরে যাওয়ার চেষ্টা করছে। বিষয়টি চোখে পড়তে পিছনে এসে ফের ওই দুটি বাচ্ছা হাতি লাইনে ফিরিয়ে আনে সে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now