Samastipur's Nag Panchami Fair: হাতে সাপ নিয়ে নাগপঞ্চমীর মেলায় আসছেন মানুষ, দেখুন সমস্তিপুরের ভিডিয়ো
শনিবার নাগপঞ্চমী তিথির পুণ্য লগ্নে বিহারের সমস্তিপুরের সিঙ্গিহা এলাকায় অয়োজিতে একটি মেলায় মানুষকে হাতে সাপ নিয়ে আসতে দেখা গেল।
শনিবার নাগপঞ্চমী তিথির (Nag Panchami) পুণ্য লগ্নে বিহারের (Bihar) সমস্তিপুরের (Samastipur) সিঙ্গিহা (Singhia) এলাকায় অয়োজিতে একটি মেলায় মানুষকে হাতে সাপ (Snake) নিয়ে আসতে দেখা গেল। জানা গেছে, ৩০০ বছর ধরে এই প্রাচীন প্রথা পালন হয়ে আসছে। স্থানীয় লোকজনের পাশাপাশি এই মেলায় বাইরের রাজ্য থেকেও মানুষ আসেন। নদীতে স্নান করে সাপগুলিকে নিয়ে প্রাচীন এক প্রথা পালন করেন ভক্তরা।