দুধের ডেয়ারির মধ্যে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ! দেখুন ভিডিয়ো
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো যেখানে একটি চিতাবাঘকে কারখানার মধ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি পোস্ট করে দুজন টুইটারাট্টি দাবি করেছেন মুম্বইয়ের গোরেগাঁওয়ের আরে মিল্ক ডেয়ারিতে ঢুকে পড়েছিলেন ওই চিতাবাঘটি।
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো যেখানে একটি চিতাবাঘকে (leopard) কারখানার মধ্যে ঘুরে বেড়াতে (Roaming) দেখা যাচ্ছে। ভিডিয়োটি পোস্ট করে দুজন টুইটারাট্টি দাবি করেছেন মুম্বইয়ের (Mumbai) গোরেগাঁওয়ের (Goregaon) আরে মিল্ক ডেয়ারিতে (Aarey milk colony) ঢুকে পড়েছিলেন ওই চিতাবাঘটি।
যদিও এই দাবিটি মিথ্যে (Fake claims)। কারণ ভিডিয়োটি দু'মাসেই আগেই ইউটিউবে (Youtube) পোস্ট করা হয়েছিল। আর তাতে জানানো হয়েছিল যে গত ডিসেম্বরে ওই চিতাবাঘটি ঢুকে পড়েছিল তেলেঙ্গানার (Telengana) সাঙ্গারেড্ডির (Sangareddy) হেটেরো ওষুধ তৈরির কারখানায় (Hetero's drugs manufacturing unit)। পরে কারখানার নিরাপত্তারক্ষীরা পুলিশ ও বন দফতরকে খবর দিলে তারা এসে চিতাবাঘকে উদ্ধার করে।
দেখুন ভিডিয়ো:
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)