Yellowish In Kashmir: কাশ্মীরে পড়ছে হলুদ বরফ! জেনে নিন ব্যাপারটা কী
বেশ কিছুদিন ধরেই তুষারপাত হচ্ছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায়। চারিদিক ঢেকে রয়েছে ধপধপে সাদা বরফে। প্রায়শই ঝরে পড়ছে গুড়ো গুড়ো সাদা বরফ। কিন্তু, আচমকা শুক্রবার উত্তর কাশ্মীরের বাসিন্দারা সাক্ষী হলেন হলুদ ও নোংরা বরফ কণার।
শ্রীনগর: বেশ কিছুদিন ধরেই তুষারপাত (Snowfall) হচ্ছে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বিভিন্ন জায়গায়। চারিদিক ঢেকে রয়েছে ধপধপে সাদা বরফে (white Snow)। প্রায়শই ঝরে পড়ছে গুড়ো গুড়ো সাদা বরফ। কিন্তু, আচমকা শুক্রবার উত্তর কাশ্মীরের (North Kashmir) বাসিন্দারা সাক্ষী হলেন হলুদ (Yellowish) ও নোংরা (Dusty) বরফ কণার। চারিদিকে এই ধরনের বরফ কুচো পড়তে দেখা হতবাক হয়ে যান মানুষ।
পরে এপ্রসঙ্গে শ্রীনগরের মেটোলজিক্যাল সেন্টারের (Meteorological Centre of Srinagar) তরফে টুইট করে জানানো হয়, পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তানে (Afghanistan) দূষণের (Pollution) কারণে এই ধরনের নোংরা ও হলুদ তুষারপাত হচ্ছে উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায়। যদিও পরে এই টুইট ডিলিট করে দেয় তারা।