Monkey Helps Deer: বন্ধুত্বের নজির! ভিডিয়োতে দেখুন ক্ষুধার্ত দুটি হরিণকে খেতে সাহায্য করছে বাঁদর

দুটি হরিণ রাস্তার ধারে থাকা একটি গাছের পাতা খাওয়ার চেষ্টা করছে। কিন্তু, ডাল একটু উঁচুতে হওয়ায় নাগাল পাচ্ছে না। বিষয়টি লক্ষ্য করে একটি বাঁদর গাছের মগডাল থেকে নিচে নেমে এসে ওই ডালটিকে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে চেপে ধরে হরিণদুটিকে খেতে সাহায্য করছে।

(Photo Credits: Twitter)

মুম্বই: বন্ধুত্বের (Friendship) কোনও বয়স, ধর্ম আর সম্প্রদায় হয় না। প্রাচীনকাল থেকেই একথা বলে আসছেন মনীষীরা। জীবনে অনেক ক্ষেত্রেই তার প্রমাণ পাওয়া যায়। আর শুধু যে মানুষই (human) বন্ধুত্বের মূল্য বুঝতে পারে তা নয়, পশু জগতেও (animal world) বন্ধুত্বের অনেক জ্বলন্ত উদাহরণ দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে (social media) ভাইরাল (viral) হওয়া একটি ভিডিয়োর (video) মাধ্যমে ফের তার প্রমাণ পাওয়া গেল। যা দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। আরও পড়ুন: Shocking Video: আচমকা দৈত্যাকার অজগরের আক্রমণ এক ব্যক্তিকে (দেখুন ভিডিও)

২৮ সেকেন্ডের ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দুটি হরিণ (deer) রাস্তার ধারে থাকা একটি গাছের পাতা খাওয়ার চেষ্টা করছে। কিন্তু, ডাল একটু উঁচুতে হওয়ায় নাগাল পাচ্ছে না। বিষয়টি লক্ষ্য করে একটি বাঁদর (Monkey) গাছের মগডাল থেকে নিচে নেমে এসে ওই ডালটিকে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে চেপে ধরে হরিণদুটিকে খেতে সাহায্য করছে।

দেখুন অপূর্ব সেই মুহূর্তের ভিডিয়ো: