বিদ্যুতের টাওয়ারে ওঠা মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাঁচাল পুলিশ, ঘটনাস্থলের ভিডিয়ো
বিদ্যুতের টাওয়ারে উঠে পড়া একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে সেখান থেকে নামিয়ে প্রাণ বাঁচল পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে।
ধানবাদ: বিদ্যুতের টাওয়ারে (Electric Tower) উঠে পড়া একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে (Mentally Disabled Woman) সেখান থেকে নামিয়ে প্রাণ বাঁচল পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে (Dhanbad)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানবাদের একটি গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন সুনীতা মুর্মু বাড়ির কাছে একটি বিদ্যুতের টাওয়ার উঠে পড়ে। সেই খবর গ্রামে গিয়ে পৌঁছতেই আতঙ্কে শিউরে ওঠে সকলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ কর্মীদের নিয়ে পৌঁছন স্থানীয় থানার ইনচার্জ রোশন বারি। তারপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে সুনীতাকে নিচে নামিয়ে থানায় নিয়ে যান। পরে ওই মহিলার পরিবার থানায় এলে সুনীতাকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
দেখুন ভিডিয়ো: