বিদ্যুতের টাওয়ারে ওঠা মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাঁচাল পুলিশ, ঘটনাস্থলের ভিডিয়ো

বিদ্যুতের টাওয়ারে উঠে পড়া একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে সেখান থেকে নামিয়ে প্রাণ বাঁচল পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে।

প্রতীকী ছবি

ধানবাদ: বিদ্যুতের টাওয়ারে (Electric Tower) উঠে পড়া একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে (Mentally Disabled Woman) সেখান থেকে নামিয়ে প্রাণ বাঁচল পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে (Dhanbad)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানবাদের একটি গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন সুনীতা মুর্মু বাড়ির কাছে একটি বিদ্যুতের টাওয়ার উঠে পড়ে। সেই খবর গ্রামে গিয়ে পৌঁছতেই আতঙ্কে শিউরে ওঠে সকলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ কর্মীদের নিয়ে পৌঁছন স্থানীয় থানার ইনচার্জ রোশন বারি। তারপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে সুনীতাকে নিচে নামিয়ে থানায় নিয়ে যান। পরে ওই মহিলার পরিবার থানায় এলে সুনীতাকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

দেখুন ভিডিয়ো:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now