Mangaluru: মায়ের প্রাণ বাঁচাতে মেয়ের আশ্চর্য কীর্তি, উলটে পড়া অটো চাগিয়ে তুলল ১৪ বছরের কিশোরী

স্কুল ফেরত ওই কিশোরী কেবল নিজের মায়ের প্রাণরক্ষা করেছে তাই নয়, অটো চালক এবং অটোয় থাকা যাত্রীরও প্রাণ বাঁচিয়েছে। কিশোরীর এমন সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী।

Mangaluru 14 Year Old Girl Lifts Auto (Photo Credits: X)

মায়ের প্রাণ বাঁচাতে আস্ত অটো চাগিয়ে তুললেন মেয়ে। মাত্র ১৪ বছরের মেয়ের এমন আশ্চর্য শক্তি দেখে তো হতবাক নেটবাসী। ঘটনাটি ঘটেছে কর্ণাটক (Karnataka) মেঙ্গালুরুর (Mangaluru) কিন্নিগোলি এলাকায়। রাস্তার ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক মহিলা রাস্তা পার হচ্ছিলেন। এমন সময়ে একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মেরে তাঁর গায়ের উপরেই উলটে পড়ে যায়। ঘটনাস্থলেই ছিল মহিলার মেয়ে। তৎক্ষণাৎ ছুটে এসে মায়ের প্রাণ বাঁচাতে কোন কিছু না ভেবেই উলটে পড়া অটোটি চাগিয়ে তুলে সোজা করে সে। আশেপাশে থেকে স্থানীয়রা ছুটে আসেন। স্কুল ফেরত ওই কিশোরী কেবল নিজের মায়ের প্রাণরক্ষা করেছে তাই নয়, অটো চালক এবং অটোয় থাকা যাত্রীরও প্রাণ বাঁচিয়েছে। কিশোরীর এমন সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী।

উলতে পড়া অটো চাগিয়ে সোজা করল কিশোরী...  

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)