Man Riding His Bed Car on Streets: বঙ্গময় রঙ্গের ছড়াছড়ি, রাস্তা দিয়ে আস্ত বিছানা চালিয়ে নিয়ে যাচ্ছেন যুবক, ২ লক্ষের 'বেড কার' ভাইরাল

মুর্শিদাবাদের রাণীনগর-ডোমকল রুটে 'বেড কার' চালালেন বছর ২৭-এর নবাব শেখ। তাঁর এই আরামদায়ক এবং আকর্ষণীয় গাড়িতে রয়েছে ব্রেক, রিয়ারভিউ মিরর এবং স্টিয়ারিং, একেবারে আর পাঁচটা সাধারণ চার চাকা গাড়ির মতই।

Man Riding His 'Bed Car' on Streets (Photo Credits: X)

শিল্পী বলে গিয়েছেন, 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়'। বঙ্গময় এখন রঙ্গের ছড়াছড়ি। রাস্তা দিয়ে আস্ত বিছানা চালিয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও মুর্শিদাবাদের এক যুবক এমন কাণ্ড ঘটিয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন। গদি দেওয়া কাঠের বিছানা, তাতে পরিপাটি করে পাতা চাদর, রয়েছে বালিশও। রাস্তা দিয়ে গড়গড় করে এগিয়ে চলেছে সেটি। মুর্শিদাবাদের (Murshidabad) রাণীনগর-ডোমকল রুটে 'বেড কার' চালালেন বছর ২৭-এর নবাব শেখ। তাঁর এই আরামদায়ক এবং আকর্ষণীয় গাড়িতে রয়েছে ব্রেক, রিয়ারভিউ মিরর এবং স্টিয়ারিং, একেবারে আর পাঁচটা সাধারণ চার চাকা গাড়ির মতই। নবাব জানান, এই 'বেড কার' তৈরি করতে তাঁর প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে। সেই সঙ্গে বহু প্রচেষ্টা এবং সময় ব্যয় হয়েছে। নিজের স্ত্রীর গয়না বিক্রি করে এই অনন্য গাড়িটি তৈরি করেছেন তিনি। নবাবের এই 'বেড কার' নেটবাসীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

গাড়ি, থুড়ি বিছানা চালাচ্ছেন যুবকঃ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement