Viral Video: ইঁদুরের লেজে পাথর বেঁধে ডুবিয়ে দেওয়ার জেরে ধৃত যুবক, মর্মান্তিক ভিডিয়ো

অভিযুক্তের নাম মনোজ কুমার। বাড়ি উত্তরপ্রদেশের বুদাউন এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ছিলেন বিকেন্দ্র শর্মা নামে এক পশুপ্রেমী। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বুদাউন: ইঁদুরের লেজে (Rat's tail) পাথর (stone) বেঁধে তাকে নর্দমাতে (drain) ফেলে দিয়েছিল। সেই ঘটনার ভিডিয়ো (video) তুলে আবার পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে। বিষয়টি চোখে পড়তেই প্রতিবাদ করেন এক পশুপ্রেমী। ওই যুবককে কাজটি করতে বারণ করেন। কিন্তু, তাঁর কথা শোনেননি সে। এরপর পুলিশের কাছে গিয়ে ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন ওই পশুপ্রেমী। এর জেরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এখন ইঁদুরটির মৃতদেহের ময়নাতদন্ত (Post-Mortem) করে বিষয়টির সত্যতা জানার চেষ্টা করছে তারা। আরও পড়ুন: Viral Video: শুনানির সময় অর্ধনগ্ন অবস্থায় বিছানায় শুয়ে মহিলা বিচারক, দেখুন ভিডিয়ো

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম মনোজ কুমার। বাড়ি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুদাউন (Budaun) এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ছিলেন বিকেন্দ্র শর্মা নামে এক পশুপ্রেমী। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর ইঁদুরের কঙ্কালটি বুদাউনের একটি পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now