Leopard in Uttarakhand Temple: রাতের অন্ধকারে মন্দির প্রাঙ্গনে পায়চারি করছে চিতাবাঘ, শিহরণ জাগানো ভিডিয়ো

উত্তরাখণ্ডের নৈনিতালে ঘোরাকাল মন্দিরে দেখা মিলল এক চিতাবাঘের। রাতের অন্ধকারে পায়চারি করেছে গোটা মন্দির প্রাঙ্গন।

Leopard in Uttarakhand Temple (Photo Credits: X)

Leopard in Uttarakhand Temple: হিন্দু ধর্মের মানুষের কাছে মন্দির হল প্রথান ধর্মস্থান। যেখানে রোজ শোয়ে শোয়ে মানুষ আসেন ঈশ্বরের দর্শন করতে। সেই মন্দিরেই যদি রাতের অন্ধকারে চিতাবাঘ হানা দেয়! উত্তরাখণ্ডের (Uttarakhand) নৈনিতালে ঘোরাকাল মন্দিরে দেখা মিলল এক চিতাবাঘের (Leopard)। রাতের অন্ধকারে পায়চারি করেছে গোটা মন্দির প্রাঙ্গন। মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। যা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে।

মন্দিরে চিতার হানা...