Karnataka: রোগীর পেট থেকে উদ্ধার ১৮৭টি মূদ্রা, অস্ত্রোপচার করতে গিয়ে চোখ কপালে চিকিৎসকদের (দেখুন ছবি)

বাগালকোটের হানাগাল শ্রী কুমারেশ্বর হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের ডাক্তাররা রোগীর পেট থেকে উদ্ধার করলেন ১৮৭ টি মূদ্রা।

Coin From Patient Photo Credit: Twitter@ANI

কর্ণাটক :  বমি ও পেটের ব্যথার চিকিৎসা করতে গিয়ে চোখ কপালে উঠল ডাক্তারদের। কর্ণাটকের (Karnataka) বাগালকোটের হানাগাল শ্রী কুমারেশ্বর হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের ডাক্তাররা রোগীর পেট থেকে উদ্ধার করলেন ১৮৭ টি মূদ্রা। বমি এবং পেটে অস্বস্তির কারণে  ভর্তি হওয়া একজন রোগীর শরীর থেকে এই মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডাঃ ঈশ্বর কালবুর্গি, যিনি অস্ত্রোপচার করেছেন তাদের  মধ্যে তিনিও একজন।তিনি বলেন ওই রোগী একটি মানসিক রোগে ভুগছিলেন এবং গত ২-৩ মাস ধরে কয়েন গিলে ফেলছিলেন। দেখুন অবস্থা-