Japanese Man Guesses Bollywood Actresses Age: শ্রদ্ধাকে মনে হচ্ছে ২২, ক্যাটরিনাকে ৩১! বলি সুন্দরীদের আসল বয়স শুনে আছাড় খেলেন জাপানি যুবক

যৌবনই যে নায়িকাদের জনপ্রিয়তার মূল রসদ। তাই তো যে কেউ নায়িকাদের আসল বয়স শুনে ভিমরি খাবে। এক জাপানি যুবককে বলিউড নায়িকাদের ছবি দেখিয়ে তাঁদের বয়স জিজ্ঞাসা করা হয়।

Japanese Man Guesses Bollywood Actresses Age (Photo Credits: Instagram)

বয়স লোকাতে একেবারে পারদর্শী বলি সুন্দরীরা। সঠিক ডায়েট, যোগা, জিমের সঙ্গে রূপচর্চায় নানা 'জাদুকাঠী' ব্যবহার করেন নায়িকারা। যৌবনই যে তাঁদের জনপ্রিয়তার মূল রসদ। তাই তো যে কেউ নায়িকাদের আসল বয়স শুনে ভিমরি খাবে। এক জাপানি যুবককে বলিউড নায়িকাদের ছবি দেখিয়ে তাঁদের বয়স জিজ্ঞাসা করা হয়। শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) ছবি দেখে ওই যুবক অনুমান করেন নায়িকার বয়স হবে ২২। কিন্তু যখন তিনি শুনলেন নায়িকা ৩৭, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারলেন না। বারবার করে তাকিয়ে দেখলেন শক্তি-কন্যার ছবি। এরপর আসে আলিয়া ভাটের (Alia Bhatt) ছবি। তা ঠিকঠাকই অনুমান করেন যুবক। কিন্তু অনুষ্কা (Anushka Sharma) এবং ক্যাটরিনার (Katrina Kaif) ছবি আছাড় খেলেন। অনুষ্কাকে বললেন ২৪। ক্যাটকে ৩১।

বলি সুন্দরীদের আসল বয়স শুনে আছাড় খেলেন জাপানি যুবকঃ

 

View this post on Instagram

 

A post shared by Nikhil Tripathi (@nikhil__kun)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement