আই ফোনের Emergency SOS via satellite ফিচার প্রাণ বাঁচল তুষার ঝড়ে বন্দি মানুষের প্রাণ

তুষার ঝড়ের মাঝে দুর্গম পরিস্থিতি থেকে সেই ব্যক্তিকে বাঁচিয়ে দিল আই ফোন ১৪-র মধ্যে থাকা এক বিশেষ ফিচার।

I Phone. (File Picture(

আই ফোন বাঁচিয়ে দিল মানুষের প্রাণ। আই ফোন ১৪-র 'Emergency SOS via satellite'ফিচার এক মার্কিন ব্যক্তিকে একেবারে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করল। সেই মার্কিন ব্যক্তি তুষার ঝড়ের মাঝে এমন এক গ্রামীণ এলাকায় আটকে পড়েছিলেন, যেখানে না ছিল জনপ্রাণী, না ছিল ফোনের সিগন্য়াল। কিন্তু সেই তুষার ঝড়ের মাঝে দুর্গম পরিস্থিতি থেকে সেই ব্যক্তিকে বাঁচিয়ে দিল আই ফোন ১৪-র মধ্যে থাকা এক বিশেষ ফিচার। সেটা এমন এক ফিচার যাতে ফোনের সিগন্যাল না থাকলেও ইউজারের বর্তমান অবস্থান স্যাটেলাইটের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারে।

নোরভিক থেকে কোটজেবু থেকে স্নো মেশিনে যাওয়ার পর তিনি তুষার ঝড়ের মাঝে আটকে পড়েছিলেন। আই ফোনের সেই বিশেষ ফিচারের মাধ্যমে উদ্ধারকারী দল বুঝতে পেরেছিল সেই ব্যক্তি কোথায় আটকে পড়েছেন। অনেক কষ্টে তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে অসুস্থ থাকলেও, তিনি এখন ভাল আছেন।

দেখুন টুইট

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)