Heart Attack On CCTV Camera: ওষুধ কিনতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন ব্যক্তি, মুহূর্তে মৃত্যু, দেখুন সিসিটিভি ফুটেজ
অনেকক্ষণ থেকেই শরীরে অস্বস্তি বোধ করছিলেন তিনি। বারেবারে বুকের বাঁ দিকে হাত বোলাতে দেখা যাচ্ছিল তাঁকে।
ওষুধের দোকানে দাঁড়িয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হন এক ব্যক্তি। কয়েক মিনিটের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মারা জান ওই ব্যক্তি। ওষুধের দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পরে ঘোটা দৃশ্য (Heart Attack On CCTV Camera)। জানা গিয়েছে, হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা ওই ব্যক্তির নাম সন্তোষ। ওষুধ কিনতে মেডিক্যাল শপের সামনে এসে দাঁড়ান তিনি। অনেকক্ষণ থেকেই শরীরে অস্বস্তি বোধ করছিলেন তিনি। বারেবারে বুকের বাঁ দিকে হাত বোলাতে দেখা যাচ্ছিল তাঁকে। দোকানদারের থেকে একটি ওআরএস (ORS) চান তিনি। পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দেওয়া মাত্রই মাটিতে লুটিয়ে পড়েন সন্তোষ। ছুটে আসেন দোকানদার। কিন্তু সেখানেই মৃত্যু হয় সন্তোষের। পুলিশ খবর দেয় মৃতর পরিবারকে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।
ওষুধ কিনতে গিয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হন ব্যক্তি, মুহূর্তে মৃত্যু, দেখুনঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)