Viral News: শো রুমে হবু স্ত্রীর জন্য ফোন কিনতে এসে প্রেমিকার কাছে ধরা পড়ে মার খেল ব্যক্তি, দেখুন ভিডিয়ো

হবু স্ত্রী-কে বিয়ের আগে উপহার দেবে বলে শো রুমে এসে একটা মোবাইল ফোন কিনতে এসেছিল সে। বিয়ের আগে ফোন একটু কথা বলার জন্যই এই উপহার।

Groom Beaten by Angry Girlfriend. (Photo Credits: X)

একেবারে বড় বিভ্রাট। না, না, লেখাটা ভুল হল। বলা ভাল, ভাগ্যের পরিহাস। যাই হোক, বিভ্রান্ত অবস্থায় থেকে খবরটাকে এবার ভাষায় বোঝানোর চেষ্টা করা যাক। বিহারের ছাপরা জেলায় এক ব্যক্তির সামনে বিয়ে। হবু স্ত্রী-কে বিয়ের আগে উপহার দেবে বলে শো রুমে এসে একটা মোবাইল ফোন কিনতে এসেছিল সে। বিয়ের আগে ফোন একটু কথা বলার জন্যই এই উপহার। শো রুমে মোবাইল কেনার পর সেখানের এক কর্মী জিজ্ঞাসা করেন, ফোনটা স্পেশাল গিফট প্যাক করে দিতে হবে কি না।

যার জবাবে সেই ব্যক্তি জানান, অবশ্যই গিফট প্যাক করে দিতে, কারণ যাকে তিনি এই ফোনটি দেবেন, সেটা বিয়ের আগে তার হবু স্ত্রী-কে উপহার। এখানেই বিধি বাম। কী খারাপ ভাগ্য শো রুমে সেই সময় ছিলেন সেই ব্যক্তির প্রেমিকা। প্রেমিকাকে না জানিয়েই অন্য একজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা ছিল তার। কিন্তু সো রুমে সব কথা লুকিয়ে শুনে বেজায় ক্ষিপ্ত হয়ে প্রতারক প্রেমিকের ওপর চড়াও হয় সেই গার্লফ্রেন্ড। শো রুমেই ব্যক্তিকে চরম অপমান করতে থাকেন সেই মহিলা।

দেখুন এই ঘটনার ভিডিয়োটি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement