Massive 17-Foot Python: কাঁধে অজগর সাপ নিয়ে বাবা-ছেলের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, ঝড়ের বেগে ভাইরাল
১৭ ফুট লম্বা এবং ৯০ কেজির বিশাল অজগর সাপ...
পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিষাক্ত সরীসৃপগুলোর মধ্যে একটি হলো সাপ। আর সমস্ত প্রজাতির সাপের মধ্যে অজগর (Python) হল আয়তনে সবচেয়ে বড় সাপ, এর বিশাল আকার সবচেয়ে বেশি আকর্ষণীয়। সম্প্রতি সাপ শিকারীদের একটি দল ফ্লোরিডার বিগ সাইপ্রেস জাতীয় সংরক্ষণে ১৭ ফুট লম্বা এবং প্রায় ৯০ কিলো ওজনের একটি বিশাল অজগর সাপ ধরেছে। এই বিশালাকার অজগর সাপটির সন্ধান প্রথম পেয়েছিলেন মাইক এলফেনবেইন নামের এক ব্যক্তি এবং তাঁর ছেলে কোল। সাপটি শিকারের পর তাঁরা সাপটিকে তাঁদের কাঁধে তুলে নিয়ে ছবিও তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ঝড়ের বেগে তা ভাইরাল হয়।
দেখুন সেই ভাইরাল ছবি-