Dog Feeds Milk: মায়ের মমতা! অনাথ ছাগল শিশুদের দুধ খাওয়াচ্ছে কুকুর, দেখুন ভিডিয়ো

এইরকমই একটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনটি অনাথ ছাগলশিশুকে মায়ের মমতায় দুধ খাওয়াতে দেখা গেল একটি রাস্তার কুকুরকে।

বিরুধুনগর: অনেকে ক্ষেত্রেই আমরা প্রমাণ পেয়েছি যে পশুরা (Animals) মানুষের থেকে অনেক বেশি মানবিক (humane) হয়। সেইরকমই একটা ঘটনার ভিডিয়ো (video) ভাইরাল (viral) হল সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনটি অনাথ ছাগলশিশুকে (goat babise) মায়ের মমতায় দুধ খাওয়াতে দেখা গেল একটি রাস্তার কুকুরকে। ভিডিয়ো দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছে নেটিজেনরা। আরও পড়ুন:

জানা গেছে,তামিলনাড়ুর (Tamil Nadu) বিরুধুনগরের (Virudhunagar) থিরুচুজি (Thiruchuzhi) এলাকায় শক্তিভেল নামে একটি ছাগল তিনটি সন্তান জন্ম দেওয়ার পর মারা যায়। এরপরই থেকে খিদের জ্বালায় ছটফট করছিল ওই তিনটি ছাগলছানা। তাদের এই অবস্থা দেখে মায়া হয় স্থানীয় একটি রাস্তার কুকুরের (dog)। মানুষরা যখন ওই ছাগল ছানাগুলিকে নিয়ে কী করবে তা চিন্তা করছিল তখন সে এগিয়ে এসে নিজের বুকের দুধ খাইয়ে প্রাণ রক্ষা করে ওই তিনটি ছাগল শিশুর।

দেখুন ভিডিয়ো:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now