Watch: চাউমিন ফুচকা, নতুন বছরে ভাইরাল লখনউয়ের স্ট্রিট ফুড (দেখুন ভিডিও)
এবার যেন চাউমিন ফুচকা ('Chowmein Golgappa’)বানিয়ে নেটিজেনদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন লখনউয়ের শেফ কান্ডি।
সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনে বিরাট ভূমিকা রাখে, তানিয়ে কোনওরকম সন্দেহের অবকাশ নেই। আর সেই নেটপাড়ায় ভাইরাল হয় সব অফবিট ঘটনা। এই তালিকায় খাবার থেকে শুরু করে ভয়াবহ ঘটনা, কী নেই। ফিউশন রেসিপি বেশ আগেভাগে জায়গা করে নিয়েছে। এবার যেন চাউমিন ফুচকা ('Chowmein Golgappa’)বানিয়ে নেটিজেনদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন লখনউয়ের শেফ কান্ডি। স্ট্রিট ফুডের বাজারে ধামাকা লাগিয়ে দিয়েছেন তিনি। ফুচকা যেমন আলুমাখা, মশলা ও টক দিয়ে তৈরি হয় তেমন বানানোর পর আচমকাই তার উপরে চাউমিনের টপিংস, একে একে চাটনি, টক দই, টুটিফ্রুটি, এবং নারকেল গ্রেট করে গার্নিশ। হয়ে গেল ফিউশন ফুচকা। এহেন নতুনত্বে অনেকে বাহবা দিলেও একাংশ অতিশয় বিরক্ত।
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)