চলন্ত লরির দড়ি জড়িয়ে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ল যুবক, ভিডিয়োতে দেখুন তারপর কী হল!

একটি লরির পিছনে বাইক চালিয়ে যাচ্ছে এক যুবক। আচমকা লরির পিছন থেকে সারের বস্তা বাঁধা ছিল যে দড়িতে সেটি খুলে এসে তার গলায় জড়িয়ে যায়। এর ফলে কিছু বুঝে ওঠার আগেই লরির তলায় ঢুকে না গিয়ে রাস্তায় ছিটকে পড়ে ওই যুবক।

চেন্নাই: সারের (fertilisers) বস্তা বেঁধে নিয়ে যাওয়ার সময় চলন্ত একটি লরির দড়ি (rope from a truck) খুলে আচমকা জড়িয়ে গেল পিছনে বাইক (bike) চালিয়ে আসা এক যুবকের গলায় (Youth neck)। এর ফলে কিছু বুঝে উঠতে পারার আগেই চোখের নিমিষে ছিটকে রাস্তার উপর লুটিয়ে পড়ল সে। তবে অলৌকিকভাবে বাঁচল তার প্রাণ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) টুঠুকুডি (Thoothukudi) জেলায়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ (CCTV footage) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) হয়েছে।

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি লরির পিছনে বাইক চালিয়ে যাচ্ছে এক যুবক। আচমকা লরির পিছন থেকে সারের বস্তা বাঁধা ছিল যে দড়িতে সেটি খুলে এসে তার গলায় জড়িয়ে যায়। এর ফলে কিছু বুঝে ওঠার আগেই লরির তলায় ঢুকে না গিয়ে রাস্তায় ছিটকে পড়ে ওই যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুত্থু নামে ওই বাইক চালক শ্রীবৈকুন্ঠম শহর (Srivaikuntam town) থেকে নিজের কাজের জায়গায় যাচ্ছিল। সে যখন এরাল এলাকা (Eral area) দিয়ে যাচ্ছিল তখন ওই দুর্ঘটনা ঘটে। এর ফলে জখম হয় মুত্থু। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান।

ভিডিয়োতে দেখুন কীভাবে প্রাণে বাঁচল ওই যুবক: