Frying Pan as Helmet Video: হেলমেট নেই, ফাইন থেকে বাঁচতে তাই মাথায় ফ্রাইং প্যান চাপালেন বাইক যাত্রী, দেখুন ভিডিও
বেঙ্গালুরুর রাস্তায় হাস্যকর মুহূর্ত! একেবারে কমেডি স্কেচ থেকে বেরিয়ে আসা দৃশ্য। এক বাইকের পিছনে বসে ট্রাফিক জরিমানা এড়াতে হেলমেটের বদলে মাথায় চাপিয়ে বসেছেন। হ্যাঁ, ঠিকই পড়ছেন, মাথায় ফ্রাইং প্যান চাপিয়ে ট্রাফিকের পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা!
Frying Pan as Helmet Video: বেঙ্গালুরুর রাস্তায় হাস্যকর মুহূর্ত! একেবারে কমেডি স্কেচ থেকে বেরিয়ে আসা দৃশ্য। এক বাইকের পিছনে বসে ট্রাফিক জরিমানা এড়াতে হেলমেটের বদলে মাথায় চাপিয়ে বসেছেন। হ্যাঁ, ঠিকই পড়ছেন, মাথায় ফ্রাইং প্যান চাপিয়ে ট্রাফিকের পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা! জীবন যখন গর্তভরা রাস্তা দেয়, তখন নাকি কেউ কেউ হাতে নেয় রান্নার বাসন! দৃশ্য দেখে পথচারী থেকে ট্রাফিক পুলিশ সবার চোখ কপালে। আর ইনি আবার এমন ভঙ্গিতে ফ্রাইপ্যান ধরে বসে আছেন, যেন সেটি কোনো ISI-সার্টিফায়েড হেলমেট!
কিন্তু হাসির আড়ালে ভয়ংকর বাস্তবতা আছে, ফ্রাইং প্যান দিয়ে ওমলেট উল্টানো যায়, মাথা বাঁচানো যায় না। হেলমেট কোনো ফ্যাশন অ্যাকসেসরি নয়, ভাইরাল ভিডিও বানানোর প্রপ তো নয়ই, এটা জীবনরক্ষাকারী একটা জিনিস।
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)