MP University Viral Video: অধ্যাপকের বদলে পরীক্ষার খাতা দেখছেন পিওন, ভাইরাল ভিডিয়ো
ইতিমধ্যেই ওই বিশ্ববিদ্যালয়কে গোটা বিষয়কে খতিয়ে দেখে ওই অধ্যাপককে বরখাস্তের নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর।
নয়াদিল্লিঃ অসুস্থতার (Illness) কারণে অনুপস্থিত অধ্যাপক (Professor)। আর তাই পরীক্ষার (Examination)খাতা দেখছেন পিওন (Peon)। ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল মধ্যপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই ওই বিশ্ববিদ্যালয়কে গোটা বিষয়কে খতিয়ে দেখে ওই অধ্যাপককে বরখাস্তের নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নর্মদাপুরমের পিপারিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে, টাকার বদলে পরীক্ষার খাতা দেখতে বসে গিয়েছিলেন ওই পিওন। তদন্তে উঠে এসেছে পরীক্ষার খাতা দেখার জন্য ওই পিওনকে ৫ হাজার টাকা দিয়েছিলেন অধ্যাপক। এই ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে শিক্ষা দফতর। গোটা বিষয়ের পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি প্রমাণ হলে অধ্যাপকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের তরফে।
অসুস্থ অধ্যাপক, পরীক্ষার খাতা দেখছেন পিওন, কাঠগড়ায় বিশ্ববিদ্যালয়
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)