'Harnaaz Pe Kar Naaz': মিস ইউনিভার্স হারনাজ কৌর সাঁধুকে সম্মান জানাল আমূল, দেখুন টুইট

" হারনাজ পে কর নাজ" (Harnaaz Pe Kar Naaz) সৌন্দর্যের রানিকে এহেন ট্যাগলাইনে সম্মান জানাল আমূল ইন্ডিয়া (Amul)।

Harnaaz Pe Kar Naaz (Photo Credits: Amul.Coop)

২১ বছর পর ২০২১-এ মিস ইউনিভার্স  পেল ভারত। চণ্ডীগড়ের  ২১ বছর বয়সি সুন্দরী কন্যা হারনাজ  কৌর সাঁধু  (Harnaaz Kaur Sandhu) জিতে নিলেন মিস ইউনিভার্সের খেতাব। তাঁর মাথায় উঠল সেরার শিরোপা। " হারনাজ পে কর নাজ"  (Harnaaz Pe Kar Naaz) সৌন্দর্যের রানিকে এহেন ট্যাগলাইনে সম্মান জানাল আমূল ইন্ডিয়া (Amul)। চিরন্তন ভালবাসার সেই বিজ্ঞাপনটি টুইটারে শেয়ার করেছে আমূল। যেখানে দেখা যাচ্ছে ৭০-তম মিসইউনিভার্সের শিরোপা পরে রয়েছেন হারনাজ। 

দেখুন টুইট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif