Jail Escape: লকআপের দু লোহার রডের মধ্য দিয়ে গলে পলাতক 'ফ্লেক্সিবেল' কয়েদি

একেই বলে 'ফ্লেক্সিবেল' কয়েদি। জেল পালানো যদি অলিম্পিক খেলা হত তাহলে নিশ্চিতভাবেই ও পদক জিতত।

Jail Escape: লকআপের দু লোহার রডের মধ্য দিয়ে গলে পলাতক 'ফ্লেক্সিবেল' কয়েদি
Jail, Representational Image (Photo credits: PTI)

একেই বলে 'ফ্লেক্সিবেল' কয়েদি। জেল পালানো যদি অলিম্পিক খেলা হত তাহলে নিশ্চিতভাবেই ও পদক জিতত। শরীরটাকে একেবারে ফ্লেক্সিবেল বানিয়ে, সবাইকে অবাক করে পালিয়েছিল মহারাষ্ট্রের পুণের চাকান পুলিশ স্টেশনে বন্দি কম বয়েসের এক কয়েদি। থানার লকআপের দুটো লোহার রডের সামান্য ব্যবধানকে কাজে লাগিয়ে ও শরীর গলিয়ে পালিয়ে গিয়েছিল।

তবে শেষরক্ষা হয়নি। আবার তাকে ধরে ফেলে থানার লকআপের রক্ষী ও পুলিশরা। পকেটমারীর কেসে গতকাল তাকে গ্রেফতার করে থানার লকআপে রাখা হয়েছিল। আরও পড়ুন: মুখ ঢেকে যায় লজ্জার দূষণে! টানা দু বছর বিশ্বের দূষিততম শহর হল দিল্লি

কীভাবে সেই কয়েদি জেল পালিয়েছিল দেখুন ভিডিও--

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement