Pune Dagdusheth Temple: ২ হাজার কেজি আঙুরে সাজানো হল পুণের মন্দির, দেখুন ভিডিয়ো

হোলি উপলক্ষ্যে বিশেষ পুজোয় বিশেষ আয়োজন। পুণের দাগদুশেঠ মন্দির সাজানো হল ২ হাজার কিলোগ্রাম ওজনের আঙুর দিয়ে।

Grapes (Photo Credits: Wikimedia Commons)

হোলি উপলক্ষ্যে বিশেষ পুজোয় বিশেষ আয়োজন। পুণের দাগদুশেঠ মন্দির (Pune Dagdusheth Temple) সাজানো হল ২ হাজার কিলোগ্রাম ওজনের আঙুর দিয়ে। মন্দিরের সামনে থোকার পর থোকা আঙুরের সজ্জায় সবুজে ঝলমল করছে গোটা মন্দির। আঙুরে সাজানো মন্দির দেখতে দর্শণার্থীদের ঢল নেমেছে। শ্রীমন্ত দাগদুশেঠ হালওয়াই গণপতি মন্দির ভগবান গণেশকে উত্সর্গ করে তৈরি করা হয়েছে। মা চতুরশ্রীঙ্গী মন্দিরের সঙ্গে এটি পুণের অন্যতম বিখ্যাত মন্দির।

মন্দিরটি শিবাজীনগর থেকে সোয়ারগেট যাওয়ার পথে পুণের বুধওয়ার পেঠ এলাকায় রয়েছে।

দেখুন ভিডিয়ো

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now