Fact Check On Omicron Sub-Variant News: মাথায় আক্রমণ করছে ওমিক্রন-এর সাব ভ্যারিয়েন্ট? আসল সত্যিটা কী!
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে চিনে হাহাকার তৈরি করা ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট মাথায় আক্রমণ করছে। বিষয়টি নিয়ে সারা বিশ্বের আতঙ্ক তৈরি হওয়ার মাঝেই প্রেস ব্যুরো অফ ইন্ডিয়া জানিয়ে দিল এই তথ্য মানুষকে ভুল দিকে চালিত করছে।
কলকাতা: বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে চিনে (China) হাহাকার তৈরি করা ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট (Omicron sub-variant) মাথায় আক্রমণ (Attack In Brain) করছে। বিষয়টি নিয়ে সারা বিশ্বের আতঙ্ক তৈরি হওয়ার মাঝেই প্রেস ব্যুরো অফ ইন্ডিয়া (PIB) জানিয়ে দিল এই তথ্য মানুষকে ভুল দিকে চালিত (misleading) করছে।
সম্প্রতি অস্ট্রেলিয়া (Australia) ও ফ্রান্সের (France) কয়েকজন গবেষক (Researchers) দাবি করেছিলেন চিনে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএ.৫ (BA.5) মানুষের মাথায় আক্রমণ করছে। কিন্তু, এই দাবিকে মান্যতা দিতে রাজি নন বিশেষজ্ঞরা। তাঁরা জানান, ওই গবেষকরা ইঁদুরের উপরে পরীক্ষা (Mouse model) চালিয়ে এই দাবি করেছেন মানুষের (Human beings) উপর পরীক্ষা চালাননি। তাই তাঁদের দাবিকে মান্যতা দেওয়া সম্ভব নয়। আরও পড়ুন:
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)