Viral: ডিম ফুচকা বিকেচ্ছে সুরাটে, ভাইরাল ভিডিওতে ক্ষোভ উগরে দিল নেটিজেনরা
সুরাটের স্ট্রিটফুডে এখন সবথেকে বেশি বিকোচ্ছে এগ গোল গাপ্পা, এগ পানি পুরি(Egg Pani Puri) । হ্যাঁ ঠিকই ধরেছেন, সাধের ফুচকায় এবার টকজল জাল ঝাল আলুমাখার বদলে পড়বে ঘুগনির সঙ্গে সিদ্ধ ডিমের কুসুম।
সুরাটের স্ট্রিটফুডে এখন সবথেকে বেশি বিকোচ্ছে এগ গোল গাপ্পা, এগ পানি পুরি(Egg Pani Puri) । হ্যাঁ ঠিকই ধরেছেন, সাধের ফুচকায় এবার টকজল জাল ঝাল আলুমাখার বদলে পড়বে ঘুগনির সঙ্গে সিদ্ধ ডিমের কুসুম। ডিমের ফুচকা, খেতে কেমন হবে? শুনে নাক সিঁটকাচ্ছেন? চমকের তো অনেক বাকি সুরাটের রাস্তায় জমিয়ে ডিমের ফুচকা গার্নিশ করছেন তরুণ দোকানি। আর নিমেশেই প্লেট খালি করে দিচ্ছেন তরুণী। এই ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হতেই উঠেছে কমেন্টের ঝড়। কেউ বলছেন, সঙ্গে খানিক বিষ মিশিয়ে দিতে। কেউ পুরাণ থেকে শাস্তির নিদান খুঁজছেন।
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)