Eid al-Adha Moon Sighting 2022: কবে ঈদুজ্জোহার চাঁদ দেখা যাবে, কী জানাল সৌদি আরবের সুপ্রিম কোর্ট?
আগামী ৯ জুলাই যদি সৌদি আরবে ঈদুজ্জোহা পালিত হয় তাহলে সেদিন সন্ধ্যাতেই ভারতের আকাশে বকরি ঈদের চাঁদ উঠবে (Eid al-Adha Moon Sighting 2022)। আর ঈদুজ্জোহা পালিত হবে পরের দিন ১০ জুলাই।
হারামাইন শরীফাইনের খবর অনুযায়ী,আগামী জুন সৌদিতে ধু আল-হিজ্জাহের প্রথম দিন, ৮ জুলাই আরাফাত দিবস এবং শনিবার, ৯ জুলাই ঈদুজ্জোহার প্রথম দিন। সুতরাং আগামী ৯ জুলাই যদি সৌদি আরবে ঈদুজ্জোহা পালিত হয় তাহলে সেদিন সন্ধ্যাতেই ভারতের আকাশে বকরি ঈদের চাঁদ উঠবে (Eid al-Adha Moon Sighting 2022)। আর ঈদুজ্জোহা পালিত হবে পরের দিন ১০ জুলাই।
পড়ুন টুইট