International Kite Festival 2024: মকর সংক্রান্তির আন্তর্জাতিক ঘুড়ি উৎসব উপলক্ষে সেজে উঠছে আমেদাবাদ, ভিডিয়োতে দেখুন নানা রঙের ঘুড়ি
মাঘ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন গঙ্গা সাগর বা জয়দেবের মেলায় পুণ্য স্নানের জন্য ভিড় করার পাশাপাশি অনেকে ঘুড়ি উড়াতেও সময় ব্যয় করেন। আগের মতো এসময়ের প্রজন্ম ঘুড়ি কাটাকাটির খেলায় মত্ত না হলেও এখনও গ্রামে গঞ্জে হয়ে এই ছাদ থেকে ওই ছাদের ঘুড়ির লড়াই। খেলার মাঠে কিংবা চাষের ক্ষেত বাদ যায় না তাও।
মাঘ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন গঙ্গা সাগর বা জয়দেবের মেলায় পুণ্য স্নানের জন্য ভিড় করার পাশাপাশি অনেকে ঘুড়ি উড়াতেও সময় ব্যয় করেন। আগের মতো এসময়ের প্রজন্ম ঘুড়ি কাটাকাটির খেলায় মত্ত না হলেও এখনও গ্রামে গঞ্জে হয়ে এই ছাদ থেকে ওই ছাদের ঘুড়ির লড়াই। খেলার মাঠে কিংবা চাষের ক্ষেত বাদ যায় না তাও।
বুধবার দুপুরে সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গুজরাটের (Gujarat) আমেদাবাদে (Ahmedabad) একটি বাজারে মকর সংক্রান্তিতে (Makar Sankranti) হতে চলা আন্তর্জাতিক ঘুড়ি উৎসব (International Kite Festival) উপলক্ষে সাজানো হয়েছে নানা রঙের ঘুড়ি ও লাটাইয়ের পসরা। যা দেখে ভালো লাগবে আপনারও। আরও পড়ুন: Herbal Teas: শীতে আপনার শরীর উষ্ণ রাখতে এই বিশেষ হার্বাল চা পান, দেখুন
দেখুন ভিডিয়ো:
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)