Onam festival: ওনামের আগে নানা রঙের নানা আকারের ফুলে ভরে উঠল কোচির ফুল বাজার,দেখুন সেই ছবি
কেরলের সর্ব ধর্মের মানুষের জন্য অনুষ্ঠিত একটি উৎসব হল ওনাম উৎসব (Onam festival)। রাজ্যের সমস্ত ধর্মের, সমস্ত জাতের মানুষ এই উৎসবে শামিল হয়ে থাকেন।
কেরলের সর্ব ধর্মের মানুষের জন্য অনুষ্ঠিত একটি উৎসব হল ওনাম উৎসব (Onam festival)সর্ব ধর্মের মানুষের জন্য অনুষ্ঠিত একটি উৎসব। রাজ্যের সমস্ত ধর্মের, সমস্ত জাতের মানুষ এই উৎসবে শামিল হয়ে থাকেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই উৎসবে গা ভাসিয়ে আনন্দ উপভোগ করে থাকেন।দশ দিন ব্যপী চলা ওনামের প্রথম দিন প্রত্যেকটি বাড়ির উঠোনে নানা ধরনের, নানা রঙের ফুলের একটি বৃত্ত একে অর্থাৎ সেখানে ফুলের রংগোলি অথবা আলপনা বানানো হয়। তার মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা হয়ে থাকে। আর সেই ফুলের জন্যই এখন থেকেই কোচি শহরের ফুলের বাজার সেজে উঠছে নানা রঙের নানা আকারের ফুলে। দেখুন ছবি -